Influenza বা Flu কি?

Influenza বা Flu একটি মারাত্বক ছোঁয়াচে রোগ যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস  A  এবং B এর কারণে হয়ে থাকে।  ফ্লু মাঝারি থেকে মারাত্বক অসুস্থতা ঘটাতে পারে যা কিনা কোন কোন ক্ষেত্রে  মৃত্যুর কারণও হতে পারে।

Influenza বা Flu এর কারণে প্রতিবছর সারাবিশ্বে প্রায় ৫০ লাখ মানুষ মারাত্বক অসুস্থতায় ভোগে এবং প্রায় ২.৫ থেকে ৫ লাখ মানুষ মৃত্যুবরণ করে।

কিভাবে Flu ছড়ায়?

 Flu সাধারণত মানুষের হাঁচি, কাশি এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়।

যে সমস্ত বস্তুর উপর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থাকে সেগুলি স্পর্শ করার পর যদি ঐ ব্যক্তি তার নাক বা মুখ স্পর্শ করে তবে তা থেকে তার ইনফ্লুয়েঞ্জা হতে পারে। অধিকাংশ  ক্ষেত্রে সুস্থ ব্যক্তি ইনফ্লুয়েঞ্জার উপসর্গ প্রকাশের একদিন পূর্ব হতে ইনফ্লুয়েঞ্জা দেখা দেয়ার পাঁচ থেকে সাত দিন পর পর্যন্ত আরেক জনকে সংক্রমিত করতে পারে।

বাংলাদেশে ফ্লু এর মৌসুম কোনটি?

বাংলাদেশে ফ্লু এর মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর, এসময় প্রায় ৬ গুন বেশি মানুষ ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়।
কিন্তু সাধারনত আমাদের দেশে আবহাওয়া এর কারণে দেখা যায়, সারা বছরই ফ্লু এর প্রাদুর্ভাব থাকে। 

Flu এর লক্ষন সমূহ কি কি?

  • জ্বর (অধিকাংশ ক্ষেত্রে তীব্র), মাথাব্যাথা, মারাত্বক দূর্বলতা, শুকনো কাশি, গলা ব্যাথা, সর্দি/নাক দিয়ে পানি পড়া, মাংসপেশিতে ব্যাথা, বমিভাব এবং ডায়রিয়া হতে পারে। তবে ডায়রিয়া বয়স্কদের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে অধিক মাত্রায় হয়।

Flu কি কি জটিলতা সৃষ্টি করে?

  • নিউমোনিয়া
  • অন্যান্য ব্যাকটেরিয়ার সংক্রমণ
  • হৃদরোগ ও শ্বাস-প্রশ্বাসজনিত
  • রোগের অবনতি
  • মধ্যকর্ণের প্রদাহ
  • জ্বর
  • মৃত্যু (সাধারণত বয়োবৃদ্ধ)

কাদের ক্ষেত্রে Influenza বা Flu তে আক্তান্ত হওয়ার ঝুঁকি সবচাইতে বেশি?

  • অ্যাজমা এবং  COPD এর রোগী
  • হৃদরোগী,ডায়াবিটিসের রোগী, কিডনি এবং লিভার সমস্যায় ভুকছে এমন রোগী
  • শিশুরা বিশেষত ২ বছরের কম যাদের বয়স
  • গর্ভবতী মহিলা
  • ৬০ বছরের ঊর্দ্ধেযাদের বয়স 
  • যাদের শরীরের রোগ প্রতিরোধ ¶মতা অনেক কম যেমন এইডস এর রোগী
  • অন্যদেশে ভ্রমণকারী

যাদের ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু টিকা নেওয়া উচিৎ-

৬ মাসের বেশী বয়সের যে কেউ, তবে নিচে উল্লেখিত
ব্যক্তিদের টিকা নেওয়া বেশি জরুরী-

-৬৫ বছরের বেশি বয়সী

-গর্ভবতী নারী
-যারা হৃদরোগ, ডায়াবেটিস এবং শ্বাসকষ্টের মতো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন
-স্বাস্থ্যসেবা প্রদানকারী
-৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু

গর্ভাবস্থায় ফ্লু ভ্যাকসিনের উপকারিতা কি?

  • ♦ফ্লু সংক্রমণের ঝুঁকি কমায়
  • ♦গর্ভাবস্থায় জটিলতার ঝুঁকি কমায়, হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কমায়
  • ♦গর্ভাবস্থায় ফ্লু ভ্যাক্সিন নবজাতককে ফ্লু থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে যতক্ষণ না শিশুটি নিজস্ব টিকা নেওয়ার জন্য যথেষ্ট বড় হয়।

  • ♦শিশুকে ফ্লু ভাইরাস থেকে সুরক্ষা দেয়, শিশুর সম্ভাব্য স্বাস্থ্য সমস্যাগুলো এড়াতে সাহায্য করে
  • গর্ভাবস্থায়  যেকোনো ট্রাইমেস্টারে ফ্লু টিকা নিতে পারেন।

Flu এবং সাধারণ সর্দি-জ্বর কি একই?

আমরা অনেকেই ফ্লু এবং সাধারণ সর্দি-জ্বর একই রোগ মনে করি। কিন্তু ফ্লু  ভাইরাস, সাধারণ সর্দি-জ্বর ভাইরাস হতে সম্পূর্ণ  ভিন্ন, যা সাধারণ সর্দি-জ্বর  ভাইরাস হতে অনেক বেশি ভয়াবহতা তৈরি করতে সক্ষম।

Flu কতটা মারাত্বক?

  • Flu তেমন কোন শারীরিক সমস্যার সৃষ্টি করে না এবং এমনিতেই সেরে যায়। কিন্তু ক্ষেত্র বিশেষে এই রোগ মারাত্বক সমস্যার সৃষ্টি করে। ফ্লু এর উপসর্গগুলি অনেকটা সাধারণ সর্দি কাশির মতো। তাই আনেকেই সর্দি-কাশি ভেবে এই রোগকে অবহেলা করে যা কখনো কখনো মারাত্বক জটিল সমস্যার সৃষ্টি করতে পারে।

  • বিশেষ করে বয়োবৃদ্ধদের (যাদের বয়স ৬৫ বছরের ঊর্দ্ধে) ক্ষেত্রে ফ্লু থেকে সাবধানতা গ্রহন করা অতীব জরুরী। কারণ গবেষণায় দেখা গেছে ফ্লু এর কারণে যত লোক মারা যায় তার অধিকাংশই বয়োবৃদ্ধ। বয়োবৃদ্ধ ছাড়াও পূর্ণবয়স্ক এবং শিশু যারা শ্বাস-প্রশ্বাস জনিত রোগ (অ্যাজমা), হৃদরোগ, কিডনিজনিত সমস্যায় ভুকছে তাদের জন্য ফ্লু ঝুকিপূর্ণ। এছাড়াও এই রোগের কারণে কর্মক্ষেত্রে এবং শিক্ষার্থীদের অনুপস্থিতির হার বেড়ে যায়।

Influenza বা Flu প্রতিরোধ করা যায়?

  • স্বাস্থ্য  সম্মত জীবন যাপন করা
  • হাঁচি, কাশির সময় মুখে রুমাল/টিস্যু দ্বারা নাক, মুখ ঢেকে রাখতে হবে
  • সাবান দিয়ে বারবার ভালোভাবে হাত ধুতে হবে অথবা হ্যান্ড রাব ব্যবহার  করতে হবে
  • অকারণে হাত চোখে, নাকে এবং মূখে দেওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে
  • অসুস্থ রোগীর সেবা করার ক্ষেত্রে  পর্যাপ্ত সাবধাণতা অবলম্বন করতে হবে
  • ভ্যাকসিনেশন

ভ্যাকসিন কোথায় পাব?

নিকটস্থ ভ্যাকসিন সেন্টারে যোগাযোগ করতে পারেন।
এছাড়াও আপনার কাছের ভ্যাকসিন সেন্টারের খোঁজ জানতে নিচের লিঙ্ক এ দেখতে পারেন-
https://inceptavaccine.com/vaccine-centers.php

Preventa
Preventa

Contact Us

Head Office
Address: 40 Shahid Tajuddin Ahmed Sarani
Tejgaon I/A, Dhaka-1208. Bangladesh.
Phone: (+88 02) 8891688 – 703
Fax: (+88 02) 8891190

Factory
Address: Dewan Idris Road, Jirabo, Savar
Dhaka, Bangladesh
Phone: (+88 02) 7792502-6
Fax: (+88 02) 7792507

Follow Us